যুবলীগ নেতার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ, ভিডিও ভাইরাল

রাজশাহীর তানোরে রুস্তম আলী নামে এক যুবলীগ নেতার শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে। বলাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
শুক্রবার (৩১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলাৎকারের ভিডিওটি। এরপর যুবলীগ নেতা রুস্তম আলীর বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রামবাসী।
অভিযুক্ত রুস্তম আলী কামারগাঁ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির হরিপুর গ্রামে।
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির হরিপুর গ্রামের ১০ বছরের এক ছেলেকে মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে গাছের নিচে শিশুকে বলাৎকার করে। ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালীরা মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ৩০ স্কুলছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার
এ বিষয়ে তানোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।