শ্যামলীতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা অতঃপর মামলা
রাজধানীর শ্যামলীতে একটি হোটেলের কর্মচারী ও বহিরাগতদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি আবাসিক হোটেলে অভিযান চালাতে গেলে শিক্ষার্থীদের ওপর এ হামলার অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অভিযোগ, এদিন রাত ১১টার দিকে শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে হোটেল আল রাজ্জাক ইন নামক একটি হোটেলে অভিযান চালাতে যায় তারা। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে তাদের কাছে তথ্য ছিল।
তবে, শিক্ষার্থীরা হোটেলটিতে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় সেখানকার কর্মকর্তারা। এরপর শুরু হয় বাকবিতণ্ডা।
ছাত্রদের ভাষ্যমতে, এক পর্যায়ে হোটেলের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন তিনজন। ঘটনার পর পুলিশকে জানালেও তারা সহায়তা করেনি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এক পর্যায়ে আদাবর থানার সামনে জড়ো হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। পরে, এ ঘটনায় আদাবর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।